নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ পর উইকেটের পেছনে থাকার কথা ছিল মুশফিকুর রহিমের। এই সিরিজ শুরুর আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচ নুরুল হাসান ও মুশফিক পরের দুই ম্যাচে কিপিং করবেন।
তবে সিরিজের তৃতীয় ফের কিপিংয়ে নুরুলকেই দেখা যায়। এনিয়ে বেশ আলোচনারও সৃষ্টি হয়। পরে ম্যাচে শেষে এনিয়ে খোলামেলাভাবে বললেন ডমিঙ্গো। তিনি জানান, টেস্টের পর টি-টোয়েন্টি ফরম্যাটেও তার কিপিং করার ইচ্ছে নেই।
কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৫২ রানে হারের পর হেড কোচ বলেন, ‘আসলে মুশফিকের সঙ্গে কথা বলার পর একটা পরিবর্তন হয়েছে। দ্বিতীয় ম্যাচের পর তারই কিপিং করার কথা ছিল। কিন্তু মুশফিকই আমাকে বলল যে সে হয়ত টি-টোয়েন্টিতে আর কিপিং করবে না। এখন আমাদের সামনে তাকাতে হবে। আমার মনে হয় এই ফরম্যাটে কিপিংয়ে মুশফিকের তেমন ইচ্ছা নেই। তাই আমাদের এখন সোহানকে নিয়েই ফোকাস করতে হবে এবং তাকেই প্রতিযোগিতায় দায়িত্ব দিতে হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এমএমএস