ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনায় বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
করোনায় বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জন ওয়াটকিন্স। শুক্রবার ডারবানে তার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯৮ বছর ১০ দিন।

ফলে সবচেয়ে প্রবীণতম টেস্ট ক্রিকেটার হিসেবে চলে গেলেন তিনি।

আক্রমণাত্মক মিডলঅর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার ওয়াটকিন্সের ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেস্টে অভিষেক হয়। ১৫টি টেস্ট খেলা এই ক্রিকেটার সর্বশেষ ১৯৫৭ সালে মাঠে নেমেছিলেন। এসময় তিনি ৩টি হাফসেঞ্চুরিতে ৬১২ রান করেন। এছাড়া ২৮.১৩ গড়ে নিয়েছেন ২৯টি উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ওয়াটকিন্স নাটালের হয়ে নজর কেড়েছিলেন। তিনি ১৯৪৬-৪৭ থেকে ১৯৫৭-৫৮ মৌসুম পর্যন্ত ৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। ২৪.৮০ গড়ে ২১৫৮ রান ও ৯৬টি উইকেট দখল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।