ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ক্যারিবীয়দের বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন রামপল, নেই নারিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, সেপ্টেম্বর ১০, ২০২১
ক্যারিবীয়দের বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন রামপল, নেই নারিন

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয় বছর পর দলে ফিরলেন রবি রামপল।

অপরদিকে দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার সুনিল নারিনের।

চমক হিসেবে দলে ফেরা রামপল দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। তবে সদ্য শেষ হওয়া সিপিএলে দুর্দান্ত বোলিং করে ১৮ উইকেট শিকার করার কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।  

বর্তমান চ্যাম্পিয়নদের রিজার্ভে থাকা তিনজন ক্রিকেটারের মধ্যে রয়েছেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো ও আকিল হোসেন। বিশ্বকাপে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড, সহকারী অধিনায়ক হিসেবে থাকবেন নিকোলাস পুরান।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডনল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ: ড্যারেন ব্রাভো, শেলডন কোটরেল, আকিল হোসেন, জেসন হোল্ডার।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ