স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ১৭ বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে শেষবার ব্যাট হাতে নিলেন ব্র্যান্ডন টেইলরও।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮ ওভার করে কমে যায় দুই দলের ইনিংস। রেগিস চাকাভার সঙ্গে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন টেইলর। মাঠের মধ্যে সতীর্থরা দুই পাশে দাঁড়িয়ে ব্যাট উঁচু করে তাকে গার্ড অব অনার দেন। সবার সঙ্গে হাত মেলান ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবিরনিও তার দলকে নিয়ে হাততালি দিয়ে অভিবাদন জানান।
ওয়ানডেতে দেশের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারকে ছোঁয়া হলো না টেইলরের। এই ফরম্যাটে ৬৬৮৪ নিয়ে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হিসেবেই ক্যারিয়ার শেষ করলেন তিনি। ২০৫ ম্যাচ শেষে রেকর্ড ১১ সেঞ্চুরি তার অর্জনের খাতায়।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এমএমএস