তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি বছরের নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
এই সিরিজের পরই মূলত ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আর ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারে মতো আন্তর্জাতিক কোনো সিরিজে খেলতে নামছে টাইগ্রেসরা।
এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট এই সিরিজ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের আগেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আমাদের নারী দল। ’
বাংলাদেশ নারী দল ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল।
আগামী ৪ অথবা ৫ নভেম্বর জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এমএমএস