ফর্মের সঙ্গে লড়াই করতে থাকা মোহাম্মদ মিঠুন অবশেষে ব্যাট হাতে সাফল্যের দেখা পেলেন। ‘এ’ দলের হয়ে এইচপি দলের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে ‘এ’ দল ২৩১ রানে অলআউট হয়েছিল। জবাবে ২৩৭ রান করে এইচপি দল। ৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করা ‘এ’ দল তৃতীয় দিন শেষ করে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে। আগের দিন ৬৫ রানে অপরাজিত থাকা ইয়াসির আলী চৌধুরী ১৪ রানের জন্য পাননি শতকের দেখা। ১১৬ বলে ৮৬ রান করে তিনি সাজঘরে ফিরে যান। তবে হাল ছাড়েননি মিঠুন।
শনিবার ম্যাচের চতুর্থ দিনে মিঠুন টেস্টের মেজাজে খেলে ২০৪ বলে পেয়ে শতকের দেখা। তিনি ১০১ রান করে অপরাজিত থাকতে ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। মিঠুনের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
১০৮.২ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ‘এ’ দল সংগ্রহ করে ৩৭১ রান। ফলে জয়ের জন্য এইচপি দলের লক্ষ্য দাঁড়ায় ৩৬৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেছে এইচপি দল।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএইচএম