ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

নিরাপদেই ওমানে পৌঁছেছেন মাহমুদউল্লাহরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, অক্টোবর ৪, ২০২১
নিরাপদেই ওমানে পৌঁছেছেন মাহমুদউল্লাহরা

অবশেষে  নিরাপদেই ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার ভোর ৬ টার দিকে টাইগারদের বহনকারী বিমানটি দেশটির রাজধানী মাস্কটে পৌঁছায়।

ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ডুবে গেছে মাস্কটের নানা গুরুত্বপূর্ণ স্থান। তবে দেশটিতে নিরাপদেই পা রেখেছে রিয়াদবাহিনী।

এর আগে রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। ওমানে পৌঁছেই একদিনের রুম কোয়ারেন্টাইনে চলে গেছে টাইগাররা। এরপর আগামীকাল থেকে শুরু হবে অনুশীলন।  চারদিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে।  

আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতেই থাকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলের সঙ্গে যোগ দেবেন ৯ অক্টোবর। ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। এরপর ১২ ও ১৪ অক্টোবর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।