ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে পড়ে নেপাল থেকে দেশে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
ইনজুরিতে পড়ে নেপাল থেকে দেশে ফিরলেন তামিম

নতুন করে ফের চোটে পড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফলে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) কোয়ালিফায়ার ম্যাচের আগেই দেশে ফিরে আসতে হয়েছে তাকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পোখারা রাইনোসের বিপক্ষে কিছুক্ষণ আগেই মাঠে নেমেছে তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। টসে হেরে ফিল্ডিং করছে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ভাইরাহাওয়া। প্রতিবেদন লেখার সময় পোখারা রাইনোসের সংগ্রহ ৩ ওভারে বিনা উইকেটে ২৯ রান।

এর আগের ম্যাচে ইপিএলের এলিমিনেটরে তামিমরা মাঠে নেমেছিলেন কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে। সে ম্যাচে জয়লাভ করলেও আঙুলে চোট পান তামিম। চোটের পর আঙুল ফুলে গেছে। তাই ঝুঁকি না নিয়ে দেশে ফিরে এসেছেন দেশসেরা এই ওপেনার।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।