চলতি মাসের ১৭ তারিখ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বৈশ্বিক এ টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আইসিসি।
বিশ্বের সেরা ১৬ জন আম্পায়ার সহ ম্যাচ অফিশিয়ালদের মধ্যে থাকছেন ৪ জন অভিজ্ঞ রেফারি। চলতি আসরে আম্পায়ারিংয়ের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আলিম দার, ম্যারাইস এরাসমাস ও রড টাকার।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৭ তারিখ ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও পরিচালনা করবেন এ দুই জন আম্পায়ার। তাছাড়া এদিন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগল। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবর্গ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে আহসান রাজাকে।
একনজরে বিশ্বকাপের ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রোয়ে, রঞ্জন মাদুগল, জাভাগাল শ্রীনাথ।
একনজরে বিশ্বকাপের আম্পায়ার: ক্রিস ব্রাউন, আলিম দার, কুমার ধর্মসেনা, ম্যারাইস এরাসমাস, ক্রিস গ্যাফানি, মাইকেল গুচ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবর্গ, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, ল্যাংটন রুসেরি, রড টাকার, জোয়েল উইলসন ও পল উইলসন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
আরইউ