ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ খেলতে রাজি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
অ্যাশেজ খেলতে রাজি ইংল্যান্ড

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাশেজ খেলতে রাজি হয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তবে এখনও সবুজ সংকেত দেননি ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

কঠোর করোনাবিধির কারণে অস্ট্রেলিয়া সফরে রাজি ছিলেন না ইংলিশ ক্রিকেটাররা। উদ্বেগ দূর করতে গত মঙ্গলবার সন্ধ্যায় রুটদের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্মকর্তারা। সেই আলোচনায় কোরেন্টিন নীতি কিছুটা নমনীয় করার ব্যাপারে কথা হয়। এরপর এলো ইতিবাচক খবর।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত অধিনায়ক জো রুটের নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ড দল। তবে বাটলার এখনও ইতিবাচক সিদ্ধান্ত জানাননি। আগেই  সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।  

এছাড়া এবারের অ্যাশেজে মঈন আলীকেও পাবে না ইংল্যান্ড। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। অন্যদিকে মানসিক স্বাস্থ্যের কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন আরেক অলরাউন্ডার বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।