এই সপ্তাহের শেষেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ সিরিজটি বাতিলের ঘোষণা দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মূলত তালেবানের দখলে থাকা আফগানিস্তানে নারীদের খেলাধুলোর অনুমতি না দিলেই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিএ’র প্রধান নির্বাহী নিক হকলে।
এর আগে গত মাসেই সিরিজ না খেলার হুঁশিয়ারি দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই কথাই ফের একবার জানিয়ে দিলেন হকলে।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথা বলেছি। হয়ত এই সিরিজে আমরা খেলব না। পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের অবস্থান খুব স্পষ্ট। আগে আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা নিয়ে কোনও সমস্যা ছিল না। সেই পরিস্থিতিই যেন থাকে, সেটাই আমরা বলেছি। ’
এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী পূর্ণ সদস্যভুক্ত প্রত্যেক দেশে একটি নারী জাতীয় দল থাকতে হবে। যে কারণে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
অবশেষে দীর্ঘ সমালোচনা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনুমতি পাচ্ছে আফগানিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অ্যালার্ডিচ।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমএমএস