গত কয়েক বছর ধরেই তামিম ইকবালকে সেরা করদাতার তালিকায় দেখে গেছে। এবারও ব্যতিক্রম হয়নি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এনবিআর থেকে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে এই তালিকা চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে তালিকায় জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।
ব্যক্তি পর্যায়ের ১০ নম্বর ক্যাটাগরি ‘খেলোয়াড়’-এ সেরা তিন করদাতা হিসেবে আজ তামিম, মাহমুদউল্লাহ ও সৌম্যর নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
আগামী শুক্রবার থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক মাহমুদউল্লাহ থাকলেও চোটের কারণে আগেই ছিটকে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম। আর বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন সৌম্য।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএমএস