ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই, সবাই এখানে সামর্থ্যবান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
‘সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই, সবাই এখানে সামর্থ্যবান’

বিশ্বকাপে ভরাডুবির ক্ষত মুছে পাকিস্তান সিরিজে ভালো শুরু করতে চায় বাংলাদেশ। কিন্তু এই শুরুতে দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানদের মতো সিনিয়রক ক্রিকেটাররা।

তবে এতে চিন্তিত নয় দলে জায়গা করে নেওয়া তরুণ নাজমুল হাসান শান্তর।  

পাকিস্তান সিরিজে দলে জায়গা করে নেওয়া সবারই সামর্থ্য রয়েছে ভালো কিছু করার। এমনটি মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আমরা যারা আছি সবাই পারদর্শী। প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলার মতো। আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে সিনিয়র বা জুনিয়র বলে কিছু নেই। এখানে সবাই পারদশী বলেই আমরা আছি। প্রত্যেকেরই দায়িত্ব আছে। যার যে দায়িত্ব সবারই ওটা সমানভাবে পালন করতে হবে। সবারই সেই সামর্থ্য আছে। ’

আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) থেকে মিরপুরে শুরু হচ্ছে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ করে চট্টগ্রামে একটি ও মিরপুরে একটি করে টেস্ট ম্যাচ খেলে টেস্ট সিরিজ শেষ করবে টাইগাররা।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।