ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জাতীয় ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ

খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে শিরোপা জিতে নিল ঢাকা বিভাগ। আজ বুধবার (২২ নভেম্বর) বিকেএসপির তিন নম্বর মাঠে শেষ রাউন্ডের ম্যাচে খুলনা বিভাগকে ১৭৯ রানে হারায় শিরোপাজয়ীরা।

ঢাকা বিভাগের দেওয়া ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৯ রানে গুটিয়ে যায় খুলনা বিভাগ। ঢাকার বোলারদের সামনে ব্যর্থ হয়েছেন খুলনার ব্যাটাররা। খুলনার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাহিদুল ইসলাম। তিনি খেলেন ১০৯টি বল। এছাড়া ইমরানউজ্জামান ৩২ ও মৃত্যঞ্জয় চৌধুরী ২৯ রান করেন।

দ্বিতীয় ইনিংসে শুভাগত হোম তিনটি ও তাইবুর পাঁচটি উইকেট নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট শিকার ও ব্যাট হাতে ৫৩ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুভাগত।

এ নিয়ে ষষ্ঠবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হল ঢাকা। গত আসরের চ্যাম্পিয়ন ছিল খুলনা। মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।