ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পতাকা ইস্যুতে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
পতাকা ইস্যুতে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা: অনুশীলনের সময় স্টেডিয়ামে পতাকা উড়ানোয় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালতে এই আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে বিকেলে আদেশের জন্য রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এ বিষয়ে বিকেলে আদেশ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
কেআই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।