ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেক রাঙালেন শ্রেয়াস, বড় সংগ্রহের পথে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
অভিষেক রাঙালেন শ্রেয়াস, বড় সংগ্রহের পথে ভারত

অভিষেক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ২৫৮ রান তুলেছে ভারত।

ব্যাট হাতে ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন অভিষিক্ত শ্রেয়াস।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কানপুরে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি ভারত। দলীয় ২১ রানে কাইল জেমিসনের বলে উইকেট হারান মায়াঙ্ক আগারওয়াল। এরপর অবশ্য চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ওপেনার শুভমান গিল। ৬১ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৫২ রান নিয়ে বিদায় নেন শুভমান।

এরপর বেশিক্ষণ থিতু হনে পারেননি পূজারাও। ২৬ রান করে সাঝঘরে ফেরেন তিনি। পূজারার ফেরার পর চারে নেমে রাহানে ফিরেছেন ব্যাক্তিগত ৩৫ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারত যখন বিপদে তখন দলকে টেনে তুলেন অভিষেক হওয়া শ্রেয়াস আইয়ার। তাকে সঙ্গ দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন রবীন্দ্র জাদেজা।

প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৫৮ রান। ব্যাট হাতে ৭৫ রানে অপরাজিত আছেন শ্রেয়াস। অর্ধশতক তুলে অপরপ্রান্তে অপরাজিত রয়েছেন জাদেজা। নিউজিল্যান্ডের পক্ষে ৪৭ রান খরচায় ৩ উইকেট তুলে নেন জেমিসন। বাকি উইকেটটি নেন টিম সাউদি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।