ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই দল সমান অবস্থানে, দাবি লিটনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
দুই দল সমান অবস্থানে, দাবি লিটনের সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি লিটন। দিনের শুরুর দিকেই বিদায় নেন তিনি/ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ও পাকিস্তান দুই দল সমান অবস্থানে রয়েছে। এমনটাই দাবি করেছেন বাংলাদেশ দলের শতক হাঁকানো ব্যাটার লিটন দাস।

তবে নিজেদের রান আরেকটু বেশি না হওয়ায় আক্ষেপও প্রকাশ করলেন তিনি।  

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'গতকাল ৪ উইকেট চলে যাওয়ার পর আমরা খারাপ অবস্থানে ছিলাম। কিন্তু পরবর্তী দুই সেশনে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আগামীকাল সকালে আমরা যদি দ্রুত কয়েকটি উইকেট নিতে পারি আমাদের জন্য ভালো হবে। সবে মাত্র দুই দিন, এরমধ্যে অবস্থান বিচার করার সময় আসেনি। এখনও দুই দলেরই সমান অবস্থান রয়েছে। আজ যদি আরও কিছু রান করতে পারতাম স্কোরবোর্ডটা ভালো দেখাতো। '

বিশ্বকাপের ব্যর্থতার পর দল থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েন লিটন। এমন অবস্থায় টেস্ট নিয়ে আলাদা কোনো পরিকল্পনা ছিল কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আলাদা করে কোনো প্রস্তুতি ছিল না। টেস্টের জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার ততটুকুই নিয়েছি।

তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়ায় টেস্টে এমন ভালো ফলাফল হয়েছে বলে মনে করেন তিনি।  এসময় ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করছেন জানিয়ে বাংলাদেশ দলের এই ওপেনার বলেন, 'সবাই ধারাবাহিক হতে চেষ্টা করে। এমন না যে যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করতে পারবো। কাল যখন আমি মাঠে নামবো তখন অবশ্যই আবারও শূন্য থেকেই শুরু করতে হবে। '

বাংলাদশের প্রথম ইনিংসে পঞ্চম উইকেটে মুশফিক-লিটনের জুটিতে ৪২৫ বলে ২০৬ রান আসে। সিনিয়র ক্রিকেটার হিসেবে কেমন সমর্থন পেয়েছেন মুশফিকের কাছ থেকে, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, 'মুশফিক ভাইয়ের সঙ্গে আরও অনেকবার ছোটখাটো জুটি হয়েছে। কিন্তু গতকাল আমাদের জুটিটি দীর্ঘ ছিল। শেষ দিকে আমি যখন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তখন তিনি আমাকে বেশ সহায়তা করেন। তিনি বার বার বলছিলেন দিনটি যেন ভালো মত শেষ করতে পারি। '

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ১১৪.৪ ওভারে ৩৩০ রান। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। আবিদ আলী ৯৩ রানে এবং শফিক ৫২ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের চেয়ে ১৮৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমআর/টিসি/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।