অবশেষে খোলস ছেড়ে বের হয়েছেন বাবর আজম। পাকিস্তানের চলমান বাংলাদেশ সফরে ব্যর্থতার বৃত্তে থাকা এই তারকা হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে সাদা পোশাকের ক্যারিয়ারের ১৯তম ফিফটি তুলে নেন পাকিস্তান অধিনায়ক। এর আগে তিনটি টি-টোয়েন্টিতে যথাক্রমে ৭, ১ ও ১৯ রানের পর চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ১০ ও ১৩ (অপরাজিত) করেছিলেন।
বাংলাদেশের মাটিতে অবশ্য বাবরের এটিই প্রথম সফর। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা সাফল্য এই সিরিজে ধরে রাখতে পারেননি বিশ্ব ক্রিকেটের এই পোস্টার বয়।
এর আগে লাহোরে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে ব্যাট করে বাবর শূন্য ও ৬৬ রানে অপরাজিত ছিলেন। ওয়ানডেতে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে লর্ডসে ৯৬ রান করেছিলেন। আর ২০২০ সালে রাওয়ালপিন্ডি টেস্টে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এমএমএস