পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনও বৃষ্টি ও বাজে আবহাওয়ার বাধা অব্যাহত থাকল। ফলে মাত্র ৬.২ ওভার খেলা হওয়ার পরই বিকেল ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এর আগে রোববার (০৫ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলায় বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিনের খেলা নিয়েই জেগেছিল শঙ্কা। অবশেষে বৃষ্টির লুকোচুরি শেষের পর বেলা ১২:৫০ মিনিটে খেলা মাঠে গড়ায়।
কিন্তু আধঘণ্টা পার না হতেই আবার শুরু হয় বৃষ্টি। ফের বন্ধ হয়ে যায় খেলা।
সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা গড়ায় বেলা ১২টা ৫০ মিনিটে। প্রথম দিনে অপরাজিত থাকা দুই ব্যাটার বাবর আজম ও আজহার আলী এদিন করেন শতরানের জুটি। ২০৪ বলে এ পার্টনারশিপ গড়েন তারা। এরপর ব্যাট হাতে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশক তুলে নেন আজহার আলী। ১২৬ বলে তিনি দেখা পান ফিফটির। রান বাড়াতে থাকা এ দুই ব্যাটারদের যখন প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ এরপরই আবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।
বেলা ১টা ২০ মিনিটে ফের বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। সে পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৩.২ ওভারে পাকিস্তান সংগ্রহ পায় ১৮৮ রান। দ্বিতীয় দিনে মোট ৬.২ ওভার খেলা হয়েছে, রান এসেছে ২৭। ব্যাট হাতে অপরাজিত থাকা বাবর আজম খেলছেন ৭১ রানে, আজহার আলি ৫২ রানে।
প্রকৃতির বিরূপ আচরণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়। বারবার খেলা শুরুর প্রস্তুতি নিয়েও অপেক্ষায় থাকতে হয়েছে। বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কাভার সরানো হয়েছিল। দর্শকদের মাঝেও খেলা শুরুর আনন্দ জেগে ওঠে। কিন্তু ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হয় মিরপুরে। আবারও পিচ ঢেকে ফেলা হয়। ১১টার দিকে বৃষ্টি থামলে পিচ কাভার সরিয়ে শুরু হয় মাঠ শুকানোর কাজ।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এমএমএস