ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

তিন ক্যারিবীয় ক্রিকেটার পাকিস্তানে করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
তিন ক্যারিবীয় ক্রিকেটার পাকিস্তানে করোনায় আক্রান্ত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে সোমবার মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে দুঃসংবাদ এলো ক্যারিবীয় শিবিরে।

করোনা ভাইরাস পরীক্ষায় দলের তিন ক্রিকেটারসহ চারজনের আক্রান্তের খবর মিলেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্তরা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটার কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য। বর্তমানে তারা আইসোলেশনে আছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

পাকিস্তানের বিপক্ষে সমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডের সূচি রয়েছে সফরকারী উইন্ডিজের। পাকিস্তান সফরে গিয়ে ৩ ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কাই। টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, গোটা সফরেই তাদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।