ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অবশেষে মঙ্গলবার থেকে অনুশীলনে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
অবশেষে মঙ্গলবার থেকে অনুশীলনে নামছে বাংলাদেশ

অবশেষে চার দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি মিলছে টাইগারদের। কেননা নিউজিল্যান্ডে অবস্থানরত টাইগার শিবিরের সবশেষ করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছেন।

ফলে মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকেই নিউজিল্যান্ডে শুরু হবে ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার মিশন।

নিউজিল্যান্ড থেকে ভিডিও বার্তায় সুখবরটি দিয়েছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, ‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। ’ 

যদিও অনুশীলন শুরুর কথা ছিল আরও আগেই। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর নিউজিল্যান্ডে সফরের সব সূচি ওলট-পালট হয়ে যায়। সিরিজের ভাগ্য ঝুলছিল ক্রিকেটারদের করোনা টেস্টের ওপর। এই টেস্টে নেগেটিভ হওয়াতে উড়ে গেছে সব শঙ্কা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কিউই সফরে রয়েছে বাংলাদেশ। আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।