শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরেরও শিরোপা জিতে নিল থিসারা পেরেরাদের জাফনা কিংস। গতবারের ফাইনালিস্ট গল গ্ল্যাডিয়েটর্সকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
হাম্বানটোটায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে প্রথমে ব্যাট করতে আভিশকা ফার্নান্দো ও টম কোলার-ক্যাডমোরের অর্ধশতকের পাশাপাশি শোয়েব মালিক ও থিসারার দুটি ক্যামিও ইনিংসে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় জাফনা কিংস। ৪১ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন আভিশকা। তিন নম্বরে নামা ক্যাডমেরা ৪১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৮ রানে থেমে যায় গল গ্ল্যাডিয়েটর্সের ইনিংস। দলটির হয়ে দুই ওপেনার ছাড়া কেউ আর উল্লেখযোগ্য রান করতে পারেননি। দানুশকা গুনাথিলাকা ২১ বলে ৫৪ ও কুসল মেন্ডিস ২৮ বলে করেন ৩৯ রান। জাফনার হয়ে হাসারাঙ্গা ও চতুরঙ্গা ডি সিলভা নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আরইউ