ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রান্তিকের দুর্দান্ত শতকে যুবাদের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
প্রান্তিকের দুর্দান্ত শতকে যুবাদের বড় সংগ্রহ

ত্রিদলীয় সিরিজে দারুণ পারফরম্যান্সের পর এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি তরুণ ব্যাটার প্রন্তিক নওরোজ নাবিল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শতকের দেখা পান তিনি।

 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৪ ডিসেম্বর) নেপালের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাবিলের অপরাজিত ১২৭ রানে ভর করে ২৯৭ রানের বিশাল সংগ্রহ পায় টাইগার যুবারা। এছাড়া ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ ফাহিম।

প্রথমে ব্যাট করতে নেমে ৩৯ রানের জুটি গড়েন ওপেনার মাফিজুল (১৭) এবং ইফতেখার (২১)। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রান্তিক নওরোজ নাবিল। চারে নামা আইচ মোল্লাহ (২২) আউট হলে ২৬.৩ ওভারে ১০৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপরেই কিপার ফাহিমকে নিয়ে উইকেটে রাজত্ব শুরু করেন প্রান্তিক। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ১৭৯ রানের অসাধারণ এক জুটি। যা ইনিংসের ভিত গড়ে দেয়।

৫৪ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৮ রান করা ফাহিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। প্রান্তিকের সঙ্গী হন মেহেরব হাসান। মারকুটে ব্যাটিংয়ে ৯৪ বলে তিন অংক ছুঁয়ে ফেলেন প্রান্তিক। নেপালের বোলাররা তাকে আউট করতে পারেনি। ১১২ বলে ১১টি চার এবং ১ ছক্কায় অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন। মেহেরব ১৫ বলে ২১ রানের কার্যকরী ইনিংস উপহার দেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৯৭ রান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।