বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মনোনীত ৪ জনের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বছরজুড়ে দারুণ পারফর্ম করা এরা হলেন ইংলিশ ব্যাটার জস বাটলার, শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অস্ট্রেলিয়ান ব্যাটার মিচেল মার্শ ও পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় তারা নির্বাচিত হয়েছেন। আর আগামী ২০২২ সালের ২৪ জানুয়ারি ভোটাভুটির পর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে একজন সেরার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
তালিকায় সবার ওপরে জায়গা পাওয়া পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান ২৯ টি টি-টোয়েন্টি খেলে ৭৩.৬৬ গড়ে ১৩৪.৮৯ স্ট্রাইক রেটে করেছেন ১৩২৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনালে উঠানোর পেছনে রয়েছে এ ব্যাটারের গুরুত্বপূর্ণ অবদান। টুর্নামেন্টেটির তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে শুরু করা রিজওয়ান বছর শেষ করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলে।
বছরের সেরা টি-টোয়েন্টি পারফর্মারের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০ ম্যাচে বল হাতে নিয়েছেন ৩৬টি উইকেট। ব্যাট হাতে একটি অর্ধশতক হাঁকানোর পাশাপাশি করেছেন ১৯৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কার সুপার টুয়েলভে যাওয়ার নেপথ্যে হাসারাঙ্গার এমন দুর্দান্ত পারফরম্যান্ত অনেক বড় ভূমিকা পালন করে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন হ্যাটট্রিক উইকেট।
তৃতীয় স্থানে থাকা মিচেল মার্শ বিশ্বকাপজয়ীদের হয়ে টুর্নামেন্টে রাখেন অনেক বড় অবদান। বছরজুড়ে ২৭ ম্যাচ খেলে ব্যাট হাতে করেন ৬২৭ রান। বল হাতে নেন ৮টি উইকেট। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া যখন অধিনায়ক ফিঞ্চকে হারিয়ে চাপের মুখে, ঠিক তখনই জয়ের দূত হয়ে আবিস্কৃত হন মার্শ। ৫০ বলে খেলেন ৭৭ রানের দুর্দান্ত ইনিংস। দলকে জেতান টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চতুর্থ স্থানে থাকা ইংলিশ ব্যাটার জস বাটলার বছরজুড়ে ১৪ ম্যাচ খেলে করেন ৫৮৯ রান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শতক তুলে দলকে নিয়ে যান সেমিফাইনালে।
এবছর বর্ষসেরা দল, পুরুষ ও নারী বিভাগের মোট ১৩টি ব্যক্তিগত পুরস্কার তুলে দেবে আইসিসি। যেখানে বর্ষসেরা ক্রিকেটার, টেস্ট ক্রিকেটার, ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ থাকছে নারী বর্ষসেরার পুরস্কার।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আরইউ