নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনটা খারাপ যায়নি বাংলাদেশের। দিনশেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গিবসন বলেছেন, 'বাংলাদেশে আমরা খুব একটা ঘাস দেখতে পাই না (উইকেটে)। ঘাস তাই একটা ব্যাপার। টসের সময় আমাদের মনে হয়েছিল, নতুন বলে কিছু মুভমেন্ট মিলবে, যা মিলেছে। তবে আজকে বেশ গরম ছিল। উইকেটের আর্দ্রতা দ্রুতই শেষ হয়ে যায় এবং এরপর উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো হয়ে ওঠে। অনেকটাই নিষ্প্রাণ হয়ে যায় উইকেট। ছেলেরা যেভাবে লড়েছে, তাতে আমি গর্বিত। ফাস্ট বোলাররা হাল ছাড়েনি। '
শুধু তিন পেসার নন, একমাত্র স্পিনার মেহেদি মিরাজও প্রশংসা পেয়েছেন গিবসনের, 'মিরাজ এক পাশ দারুণভাবে আটকে রেখে অন্য প্রান্ত থেকে ফাস্ট বোলারদের বল করানোর সুযোগ করে দিয়েছে। যেটা বললাম, আমরা লড়াই চালিয়ে গেছি, এতে আমি গর্বিত। কঠিন কন্ডিশনে সব ফাস্ট বোলারই ভালো বল করেছে। তাদের জন্য অচেনা কন্ডিশন। এবাদতও ভালো বল করেছে। নতুন বলে সকালে আমরা ছিলাম দুর্দান্ত। '
তিনি আরও বলেন, 'সামনে কিছু বল পিচ করিয়েছি, সুইং করিয়েছি, ব্যাটকে পরাস্ত করেছি অনেকবার এবং আরও কয়েকটি উইকেট হয়তো পেতে পারতাম। সব মিলিয়ে আমি মনে করি, সব ফাস্ট বোলারই অনেক চেষ্টা করেছে। গরমও বেশ ছিল। আমি তাই গর্বিত ছেলেরা যেভাবে দিনজুড়ে লড়াই চালিয়ে গেছে। আরও উইকেট আমরা পেতে পারতাম। তবে এটাও মনে রাখতে হবে, দেশের মাঠে বিশ্বের সেরা দলের সঙ্গে খেলছি আমরা। বিশেষ করে ডেভন কনওয়ে সত্যিই ভালো খেলেছে। '
সূত্র: কালের কণ্ঠ
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমএমএস