ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়-আইরিশ দ্বিতীয় ওয়ানডে স্থগিত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, জানুয়ারি ১১, ২০২২
ক্যারিবীয়-আইরিশ দ্বিতীয় ওয়ানডে স্থগিত

সিরিজের দ্বিতীয় ওয়ানডে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আজ (১১ জানুয়ারি) ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও সফরকারী আইরিশ দলে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হন।

দলটিতে আরও দুজন ইনজুরিতেও ভুগছে।

জ্যামাইকার সাবিনা পার্কে স্থগিত হওয়া এই ম্যাচটি নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে দুই দলের বোর্ড। তারা জানায়, যেকোনোভাবে এই সিরিজটি সম্পূর্ণ করতে কাজ করা হচ্ছে।

এদিকে গত মাস থেকেই করোনার আক্রমণে পড়েছে আয়ারল্যান্ড ক্রিকেট। ফলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে সিরিজটি স্থগিত করতে বাধ্য হয়েছিল তারা। সেই সফরে গেলেও পল স্টারলিং ও শেন গেটকেট কোভিড পজিটিভ হন।

প্রথম ওয়ানডেতে ২৪ রানে হারা আয়ারল্যান্ড ইতোমধ্যে সিরিজে পিছিয়ে রয়েছে। ইনজুরির কারণে অ্যান্ডি ম্যাকব্রিনে ও মার্ক অ্যাডাইর স্কোয়াডের বাইরে আছেন।

আগামী ১৪ জানুয়ারি সিরিজের তৃতীয় ওয়ানডে ও ১৬ জানুয়ারি দুদলের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।