ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে মাঠের বাইরে টম কারান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জানুয়ারি ১২, ২০২২
ইনজুরিতে মাঠের বাইরে টম কারান

পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন টম কারান। পিঠের চোটের কারণে এমনটি হয়েছে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারের।

ফলে তিনি আগামী আইপিএল ও কাউন্টি মৌসুমের প্রথম দিকে খেলতে পারবেন না ।

এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে চার ম্যাচ খেলে পিঠের সমস্যায় ছিটকে যান কারান। লন্ডনে ফেরার পর স্ক্যানে তার ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়েছে।

কারানের কাউন্টি দল সারে বিবৃতি দিয়ে চোটের বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের চিকিৎসক দলের পরামর্শ মেনে পুনর্বাসন চালিয়ে যাবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১৮ সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ কারান। খেলেছেন কলকাতার নাইট রাইডার্স, রাজস্থান রয়্যাল ও দিল্লি ক্যাপিটালসের হয়ে। কিন্তু চোট এবারের আসর থেকে ছিটকে দিল তাকে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।