ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। এ দুদলের মুখোমুখি লড়াই ক্রিকেটাঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক উত্তাপও ছড়ায়।
সর্বশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এরপর বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া তাদের আর দেখা হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা ভারত-পাকিস্তানের নিয়মিত সিরিজ আয়োজনে মরিয়া হয়ে উঠেছেন।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী বৈঠকে তিনি আইসিসিসি ও এসিসি’র ইভেন্ট ও এফটিপি’র বাইরে গিয়ে ভারত-পাকিস্তানসহ চারটি দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেবেন। তাহলে বাকি দুটি দল কারা হবে?
রমিজ রাজাদের পছন্দের তালিকায় রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারত-পাকিস্তান যাতে নিয়মিত মুখোমুখি হতে পারে সেজন্য চারটি দল নিয়ে তিনি নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পক্ষে। এখন দেখার বিষয় আইসিসি তার এমন প্রস্তাবে কেমন সাড়া দেয়।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমএমএস