ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সোহানসহ বরিশালের তিনজন করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, জানুয়ারি ২১, ২০২২
সোহানসহ বরিশালের তিনজন করোনায় আক্রান্ত ছবি: শোয়েব মিথুন

বিপিএলের প্রথম দিনেই দুঃসংবাদ। উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর মাঝেই বরিশাল ফরচুনের তিনজনের প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের খবর এলো।

তাদের একজন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। বাকি দুজন নাজমুল আবেদিন ফাহিম এবং মুনিম শাহরিয়ার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ জানুয়ারি কোভিড টেস্টে পজিটিভ হন নুরুল হাসান। পরদিন ১৮ জানুয়ারি পজিটিভ হন ব্যাটিং কোচ নাজমুল আবেদীন ফাহিম ও ব্যাটার মুমিন শাহরিয়ার। তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে আজকের করোনা পরীক্ষায় সোহানের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে, আগামীকাল ২২ জানুয়ারি পুনরায় সোহানের করোনা পরীক্ষা করানো হবে। বাকি দুজনকেও ফের করোনা পরীক্ষা দিতে হবে পরদিন ২৩ জানুয়ারি।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ