ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরে মালিঙ্গাকে বোলিং কোচ বানাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
অস্ট্রেলিয়া সফরে মালিঙ্গাকে বোলিং কোচ বানাচ্ছে শ্রীলঙ্কা

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সিরিজকে সামনে রেখে বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার লাসিথ মালিঙ্গা।

দেশটির ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নাম সুপারিশ করেছেন।

জয়াবর্ধনে মালিঙ্গাকে সুপারিশ করলেও লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মালিঙ্গার।  

২০১৪ সালে মালিঙ্গার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ড্রেসিংরুমে মালিঙ্গার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মাহেলা। এদিকে অস্ট্রেলিয়া সফরের জন্য আজ ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দাশুন শানাকাকে রাখা হয়েছে অধিনায়ক হিসেবে।

একনজরে শ্রীলঙ্কা স্কোয়াড: দাশুন শানাকা, চারিথ আসালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, চামিকা করুণারত্নে, মাহেশ থিকসেনা, দুশমন্ত চামেরা, কামিল মিশ্র, প্রবীন জয়াবিক্রমা, রামেশ মেন্ডিস, উইনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুসারা, জানিথ লিয়ানঙ্গে, বিনুরা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে ও শিরান ফার্নান্দো।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।