ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলই খেলব না আমি: মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
বিপিএলই খেলব না আমি: মিরাজ ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার ঠিক আগ মুহূর্তেই রহস্যজনকভাবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এতে হতাশ হয়ে এবার বিপিএল থেকেই সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশি এই অলরাউন্ডার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যে বিসিবিকেও জানিয়ে দিয়েছেন মিরাজ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি প্রক্রিয়া অনুসরণ করেই দল ছেড়ে যাচ্ছি। দলকে ই-মেইল করেছি। ই-মেইল করেছি বিসিবির প্রধান নির্বাহীকেও। ’

দল ছেড়ে যাওয়ার কারণ হিসেবে যদিও মিরাজ মায়ের অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। তবে চট্টগ্রাম থেকে পাওয়া এমন অপমানই এখানে মুখ্য বিষয়। এ ব্যাপারে এই অলরাউন্ডার বলেন, 'ই-মেইলে মায়ের অসুস্থতার কথা বলেছি যদিও। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে। এ রকমটা তারা আগেরবারও করেছে। এমন তো নয় যে আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে। আমিও পারফর্ম করেছি, দলও এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল। বলা নেই কওয়া নেই - এভাবে আমাকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। আমি খেলবই না। ’

চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম আগের দিন অধিনায়ক বদলের ব্যাখ্যায় সংবাদমাধ্যমকে বলেছিলেন, দল ছেড়ে যাওয়া হেড কোচ পল নিক্সনের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নিক্সনের বিদায়ী সভায় এ রকম কিছুই ইংলিশ কোচকে বলতে শোনেননি বলেও জানান মিরাজ, 'ওই সভায় আমিও ছিলাম। অনেক কথা হয়েছে, কিন্তু কোচকে এ রকম কিছুই বলতে শুনিনি। বরং আমার নেতৃত্ব এবং পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিতই ছিলেন। ’

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।