ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রী লিটন-মুশফিককে অভিনন্দন জানিয়েছেন: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
প্রধানমন্ত্রী লিটন-মুশফিককে অভিনন্দন জানিয়েছেন: পাপন

চট্টগ্রাম: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপ সুপার লীগের শীর্ষ স্থানেও উঠেছে টাইগাররা।

দেশের এমন জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

খেলা চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেছেন ৫ বার। এমন অনবদ্য জয়ে দলকে অভিনন্দন জানাতেও ভুল করেননি বঙ্গবন্ধুকন্যা।

ম্যাচ শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি পাপন বলেন, 'আমি অনেক খুশি, আমি এটাও জানি দেশের সবাই খুশি। মানানীয় প্রধানমন্ত্রী টেলিভিশনের সামনে পুরোদিন বসেছিলেন। খেলা দেখেছেন। লিটন-মুশফিকের ব্যাটিং নিয়েও প্রশংসা করেছেন। শেষে যে ক্যাচ ধরল, কল দিয়ে তার (মাহমুদুল হাসান জয়) নাম জিজ্ঞেস করলেন। তাকে পুরস্কৃত করতে বললেন। '

টাইগাররা আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠতে পারায় প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন বলেও জানান পাপন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।