ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০০তম টি-টোয়েন্টিতে মুশফিককে সম্মাননা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
১০০তম টি-টোয়েন্টিতে মুশফিককে সম্মাননা মুশফিকুর রহিমের হাতে বিশেষ স্মারক তুলে দেন জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। ছবি: শোয়েব মিথুন

শততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলকে পা রেখেছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতয়টিতে একাদশ ঘোষণার পরই এই কীর্তিতে নাম লেখান তিনি।

সিরিজের প্রথম ম্যাচেই এই মাইলফলক গড়তে পারতেন মুশফিক। তবে চোটের কারণে ম্যাচটি তিনি খেলতে পারেননি। সেই ম্যাচ জিতে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

শততম ম্যাচ উপলক্ষে আজ টসের আগে মুশফিকুর রহিমের হাতে বিশেষ স্মারক তুলে দেন জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। সতীর্থরা এসময় তাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করেন।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন মুশফিক। এর আগে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টাইগারদের হয়ে এই কীর্তি স্পর্শ করেন। গত বছর সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল মাহমুদউল্লাহর ক্যারিয়ারে শততম টি–টোয়েন্টি।

এদিকে বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি খেলতে নামলেন মুশি। সর্বপ্রথম রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। তবে বর্তমানে ১২৫ ম্যাচ খেলে সবার ওপরে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয়স্থানে মালিক। ১১৯ ম্যাচ খেলে তৃতীয়স্থানে মালিকের স্বদেশি মোহাম্মদ হাফিজ।

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান ১১৫ ম্যাচ খেলে চতুস্থানে রয়েছেন। এই ম্যাচ খেলতে নামা মাহমুদউল্লাহ ১১৫ ম্যাচে পঞ্চমস্থানে। পরেরস্থানগুলোতে যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১১২), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রাইন (১১০), একই দেশের পল স্টার্লিং (১০২), নিউজিল্যান্ডের রস টেইলর (১০২) ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (১০১)।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।