ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

রাতে দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
রাতে দেশে ফিরছেন সাকিব

সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। ফলে লম্বা সময়ই এই তারকাকে বাংলাদেশের ক্রিকেট পাচ্ছে না।

 

ব্যক্তিগত কাজে বর্তমানে দুবাইতে থাকা সাকিবের বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সাকিবের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে গত রোববার রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই মরুর দেশে তার এই সফর।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।