ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচ জিতেই অনন্য কীর্তি গড়েছিল তামিমবাহিনী। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ফরম্যাটে ওটাই ছিল প্রথম জয়।

তবে পরের ম্যাচটি হেরে মুদ্রার উল্টো পিঠও দেখেছিল তারা। এবার ঐতিহাসিক সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে।  

বুধবার (২৩ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। অপরদিকে স্বাগতিকদের দলে এসেছে এক পরিবর্তন। ইনজুরিতে পড়া ওয়েন পারনেলের বদলে দেশটির একাদশে জায়গা করে নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), ইয়ানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিডি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।