ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শরীফুল ফিরছেন দেশে, তাসকিনও ফিরতে পারেন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
শরীফুল ফিরছেন দেশে, তাসকিনও ফিরতে পারেন

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন ইনজুরি আক্রান্ত তরুণ পেসার শরীফুল ইসলাম। তাসকিন আহমেদও ইনজুরিতে আক্রান্ত।

তারও দেশে ফেরার সম্ভাবনা আছে।

চোটের কারণেই চলতি প্রথম টেস্টে খেলতে পারছেন না শরীফুল। দ্বিতীয় টেস্ট খেলার আশা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। কারণ তার চোটের উন্নতি হয়নি।  

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৫ এপ্রিল দেশে ফিরছেন। তিনি বলেন, 'শরীফুল ৫ তারিখ ফিরবে এটা নিশ্চিত। তাসকিনের পরিস্থিতি বুঝে তাকেও ফেরানো হতে পারে। (দ্বিতীয় টেস্টে) তার না খেলার সম্ভাবনাই বেশি। '

তাসকিন ডারবান টেস্টের প্রথম দিন থেকেই কাঁধে ব্যথা অনুভব করছিলেন। দক্ষিন আফ্রিকার প্রথম ইনিংসে ২৩ ওভার বল করে ৬৯ রানে কোনো উইকেট পাননি তাসকিন, গতিও কমে এসেছিল। দ্বিতীয় ইনিংসে তার বল করার কথা না থাকলেও তিনি আজ মাঠে ফিরেছেন।   এই রিপোর্ট লেখা পর্যন্ত বল হাতে দুটি উইকেটও নিয়েছেন। দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।