ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেন স্টোকসকেই টেস্টের নতুন অধিনায়ক বানাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
বেন স্টোকসকেই টেস্টের নতুন অধিনায়ক বানাল ইংল্যান্ড

কয়েকদিন আগেই টেস্ট ফরম্যাটে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জো রুট। এরপর দলটির পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।

এবার বেন স্টোকসকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করে সব গুঞ্জনের ইতি টানল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে রুটের উত্তরসূরি হিসেবে স্টোকসকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। লাল বলের ৮১তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই অলরাউন্ডার।

অধিনায়ক নির্বাচনের পর ইংল্যান্ড ক্রিকেটের (পুরুষ) নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, ‘বেনকে (স্টোকস) অধিনায়কত্বের প্রস্তাব দিতে দ্বিধাবোধ করিনি। লাল বলের ক্রিকেটে দলটাকে আমরা আরো এগিয়ে নিতে চাই। আমি আনন্দিত যে, সে অধিনায়কত্বের প্রস্তাবটা গ্রহণ করেছে। নতুন দায়িত্ব নিতে সে প্রস্তুত। ’ 

উল্লেখ্য যে, দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এই মাসের মাঝে দায়িত্ব ছাড়েন জো রুট। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হবে স্টোকসের অধ্যায়। জুনে দেশের বাইরে খেলবে ভারতের বিপক্ষে সিরিজও।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।