ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলের ট্রফি হাতে শেখ জামালের উল্লাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
ডিপিএলের ট্রফি হাতে শেখ জামালের উল্লাস ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হারলেও শিরোপা আগে থেকেই নিশ্চিত করে রাখা শেখ জামাল ম্যাচ শেষে উদযাপন করেন। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচটিতে ৮ উইকেটের ব্যবধানে হারে শেখ জামাল।

১৫ ম্যাচে ১২ জয়ে শেখ জামালের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ১১ জয়ে রূপগঞ্জের পয়েন্ট ২২। তাই হেরেও ম্যাচ শেষে ট্রফি নিয়ে উৎসবে মাতে ইমরুল কায়েসের শেখ জামাল। আজ শেখ জামালের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে রূপগঞ্জ পৌঁছে গেছে ২৫.২ ওভারেই। রকিবুল হাসান ৪০ ও নাঈম ইসলাম ২৩ রানে অপরাজিত থাকেন। তিনে নামা সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ৩৬ রান।

এর আগে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে পেসার আল-আমিন হোসেনের পেসে কাবু হয় শেখ জামাল, গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। ৮.৪ ওভার বোলিং করে মাত্র ৩১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন আল-আমিন। এ ছাড়া ২ উইকেট পান ভারতীয় রিক্রুট চিরাগ জানি। সাকিব আল হাসানের শিকার ১ উইকেট।

শেখ জামালের পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস সর্বোচ্চ ৫০ রান করেন। ২৫ রান করেন মুশফিকুর রহিম। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৫ রান।

ম্যাচ হেরে আফসোস নেই শেখ জামালের। ম্যাচ শেষ হতেই চ্যাম্পিয়ন জার্সি পরে ট্রফি নেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন বোর্ডের পেছনের দাঁড়িয়ে মাতেন উল্লাসে। তাদের সঙ্গে যোগ দেয় টিম ম্যানেজমেন্টও।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।