ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চেন্নাইকে ডোবাল আগেই বিদায় নেওয়া মুম্বাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, মে ১৩, ২০২২
চেন্নাইকে ডোবাল আগেই বিদায় নেওয়া মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে বাজে ফর্মে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় নিয়েছে আগেই। এবার ৫ উইকেটে জয়লাভ করে চেন্নাই সুপার কিংসকেও ডোবাল দলটি।

গ্রুপপর্বের দুই ম্যাচ বাকি থাকতেই এবারের আসর থেকে বিদায় নিল মহেন্দ্র সিং ধোনির দল।

বৃহস্পতিবার (১২ মে) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় চেন্নাই। জবাবে মুকেশ চৌধুরী দারুণ বোলিং করলেও শেষ পর্যন্ত মুম্বাইয়ের জয় রুখতে পারেনি। তিলক বর্মার হার না মানা ইনিংসে ভর করে ৩১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় রোহিত শর্মার দল।  

প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট চেন্নাই ওপেনার ডেভন কনওয়ে। দুই বল পরেই উইকেট হারান ব্যাট করতে নামা মঈন আলী। ২৯ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চেন্নাইয়ের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি। তার ৩৩ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংসে ৯৭ রানের সংগ্রহ পায় দলটি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে। এছাড়া আম্বাতি রাইডু ও শিবম দুবে ১০ রানে থামেন। বাকি ব্যাটাররা দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই মুকেশের শিকার হন মুম্বাইয়ের ওপেনার ঈশান কিষান। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত শর্মাও। ১৪ বলে ১৮ রান করে মুম্বাই অধিনায়কের বিদায়ের পর উইকেট হারান ড্যানিয়েল স্যামসও (১)। ১ বল পরে বিদায় নেন ট্রিস্টান স্টাবসও। ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই।  

পঞ্চম উইকেটে হৃত্বিক শোকিন ও তিলক বর্মার ৪৭ বলে ৪৮ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় মুম্বাই। ২৩ বলে ১৮ রান করে শোকিন ফিরলেও শেষদিকে এসে ৭ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড। ৩২ বলে ৩৪ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন তিলক।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মে ১৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।