ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মেসেজ দেখতে ভয় পাচ্ছিলেন পাপন

মুশফিক-লিটনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
মুশফিক-লিটনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২৪ রানেই নেই পাঁচ উইকেট। যেকোনো দলের তখন ভেঙে পড়া স্বাভাবিক।

কিন্তু মুশফিকুর রহিম ও লিটন দাস হতে দেননি তেমনটি। পুরো দিনই পাড় করেছেন তারা, দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। লিটনের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে হেলিকাপ্টারে।

দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন বার্কলে। তাকে নিয়ে যাচ্ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখাতে। তখনই পাপনকে মেসেজ পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন লিটন। ওই ভয়ে নাকি স্কোর দেখেননি বিসিবি সভাপতি।

আইসিসি চেয়ারম্যানকে নিয়ে হওয়া সংবাদ সম্মেলনে সোমবার তিনি বলেছেন, 'আমি নিশ্চিত গ্রেগ চমকে গেছে এটা দেখে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসে। এমনকি যখন আমরা হেলিকাপ্টারে ছিলাম। লিটন যেই মুহূর্তে সেঞ্চুরি করল, প্রধানমন্ত্রী আমাকে মেসেজ পাঠালেন লিটনকে অভিনন্দন জানিয়ে। '

'আমি তো দেখতে ভয় পাচ্ছিলাম। কারণ আগেরবার লিটন অল্পের জন্য মিস করেছে। তাই দেখতে ভয় পাচ্ছিলাম। এরপর আপার দ্বিতীয় মেসেজ দেখলাম, মুশফিককে অভিনন্দন। এরপর অনেক মেসেজ পাঠিয়েছেন। '

দেশের প্রধানমন্ত্রীর ক্রিকেট নিয়ে এত আগ্রহ আইসিসি চেয়ারম্যানের জন্যও দারুণ অভিজ্ঞতা বলে মনে করেন বিসিবি সভাপতি, 'দেখেন, এটা গ্রেগের জন্যও একটা অভিজ্ঞতা যে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসেন। আমরা ক্রিকেট ভালোবাসি ও আরও ভালো ক্রিকেট খেলতে চাই। '

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ২৩ মে ২০২২
এমএইচবি/ এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।