৩২ জন স্পিনারকে নিয়ে ৪ দিনের ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্পে কোচিং করাবেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
হেরাথের এই ক্যাম্পে দেখা যাবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটারদের। ঘরোয় লিগে দারুণ পারফর্ম করা স্পিনারদের নিয়েই গঠন করা হয়েছে ক্যাম্প।
একনজরে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার: রাকিবুল হাসান, তানবীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রাইহান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা দ্বীপ, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, সাহাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন,আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি , তুষার মিয়া, অনিক, তাজ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম, রুবেল।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
আরইউ