ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩২ জন স্পিনারকে নিয়ে বিসিবির ‘বিশেষ স্পিন বোলিং ক্যাম্প’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
৩২ জন স্পিনারকে নিয়ে বিসিবির ‘বিশেষ স্পিন বোলিং ক্যাম্প’

৩২ জন স্পিনারকে নিয়ে ৪ দিনের ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্পে কোচিং করাবেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

আগামী ২৯ মে শুরু হয়ে ক্যাম্পটি চলবে ১ জুন পর্যন্ত।

হেরাথের এই ক্যাম্পে দেখা যাবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটারদের। ঘরোয় লিগে দারুণ পারফর্ম করা স্পিনারদের নিয়েই গঠন করা হয়েছে ক্যাম্প।

একনজরে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার: রাকিবুল হাসান, তানবীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রাইহান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা দ্বীপ, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, সাহাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন,আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি , তুষার মিয়া, অনিক, তাজ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম, রুবেল।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।