দেড় বছর পর ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। প্রত্যাবর্তনটাও রাঙিয়েছিলেন পাঁচ উইকেট নিয়ে।
ইনজুরি নিয়ে কোনো হতাশা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আসলে হতাশ হওয়ার কিছু নেই। একজন স্পোর্টসম্যানের জীবনে উত্থান-পতন থাকবেই। চেষ্টা করবো আমি যখন ফিরবো তখন যেন আরও শক্তভাবে ফিরতে পারি। ইনজুরিতো আমার হাতেও ছিল না কারও হাতেই ছিল না। ’
নিজের কোনো আফসোস হয় না বলেও জানান এই স্পিনার, ‘আসলে ওরকম কিছু হয় না। কারণ শ্রীলঙ্কা সিরিজে আমি এমনিতেই শুরুতে ছিলাম না। পরে আল্লাহ সুযোগ করে দিছে। এরপর খেললাম, ভালো খেললাম, ইনজুরিতো আমার হাতে ছিল না। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। ’
মিরাজ ফেরায় আবার জায়গা পেতে কাজটা কতটা কঠিন? এমন প্রশ্নের জবাবে নাঈম বলেছেন, ‘এখন আমার হাতে আছে শুধু পরিশ্রম করা। চেষ্টা থাকে সবসময় নিজেকে রেডি রাখার। যখনই সুযোগ আসবে চেষ্টা থাকবে শতভাগ এফোর্ট দেওয়ার। টিম ম্যানেজমেন্ট চাইলে আবার সুযোগ দিলে আমার চেষ্টা থাকবে নিজের শতভাগ দেওয়ার। ’
বাংলাদেশ সময় : ১৮৩০, জুন ৫, ২০২২
এমএইচবি