ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না : তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না : তামিম

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। চলতি বছরের ২৭ জানুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতি নেন তিনি।

আর মাস দেড়েক পরই শেষ হবে এই সময়।  

এরপর কী করবেন তামিম? তার কাছে জানতে চাওয়া হলো ভাবনা। এরপর এক রকম আক্ষেপই করলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তার পরিকল্পনা তাকে বলতে দেওয়া হয় না বলে আফসোস ঝরল তার কণ্ঠে।
 
তামিম বলেছেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)। আমার তো বলার সুযোগ দেওয়া হয় না। ’

‘এতদিন ধরে আমি ক্রিকেট খেলি এতটুক আমি ডিজার্ভ করি, আমি কী চিন্তা করি, না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধারনা দিয়ে দেন, বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই। ’

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আশা প্রকাশ করে তামিম বলেছেন, ‘শেষ সিরিজ ভালো ছিল, টেস্ট সিরিজ ছাড়া। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুর্দান্ত ছিল। দেখেন আমার কাছে মনে হয় এটা এমন একটা জায়গা যেখানে খুব সহজ না, বিশেষ করে টেস্ট ক্রিকেট খেলা একটু কঠিন। কিন্তু যে পারফরম্যান্স আমরা শেষ সময়ে দিয়েছি, স্পেশালি টেস্টে, নিশ্চিতভাবে আমাদের আরও ভালো দিতে হবে আগের চেয়ে। বাকি দুই ফরম্যাটে আগেরটা ধরে রাখতে চাই। ’

বাংলাদেশ সময় : ১৮৪৮, জুন ৫, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।