ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে সাকিব আল হাসানের নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে ভূগতে থাকা বাংলাদেশের নেতৃত্ব পেয়েছে দেশসেরা এই অলরাউন্ডার।
সোমবার (৬ জুন) ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগ মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিরাজ বলেন, ‘এর আগে যখন টেস্ট ওয়েস্ট ইন্ডিজে খেলেছি তখন সাকিব ভাই ক্যাপ্টেন ছিল, এবারও সাকিব ভাই ক্যাপ্টেন। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। যে ক্রিটাররা আছে তারা যেন ইনজুরি ফ্রি থেকে ভালো ক্রিকেট খেলতে পারে। ’
শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো সাফল্য নিয়ে দেশে ফিরে বাংলাদেশ। এবারও একইরকম সাফল্য পেতে চায় তারা। এই ব্যাপারে মিরাজের ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ, আমরা যখন সবশেষ বার ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলাম আমরা দুটি সিরিজ জিতেছিলাম ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। ওই অভিজ্ঞতা মজার ছিল। যেহেতু চার বছর পর যাচ্ছি, অবশ্যই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব সবাই। ’
টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করেও দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হয়েছে তাদের। ঘরের মাটিতে এমন পারফরম্যান্স হলে বিদেশের মাটিতে কেমন হবে? এর জবাবে ইতিবাচক কথাই শুনিয়েছেন মিরাজ।
তিনি বলেন, ‘আমরা ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট তিনটাতেই আশা করি ভালো ক্রিকেট খেলব। টেস্টে হয়তো সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারব। এটা আমাদের বিশ্বাস আছে। দেখেন আমরা নিউজিল্যান্ডে ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডের কন্ডিশনে যেয়ে। কিন্তু আমরাতো এরকম না যে আমরা পারি না। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে। ’
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরইউ