ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ খেলতে সিলেটে জাহানারা-জ্যোতিরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এশিয়া কাপ খেলতে সিলেটে জাহানারা-জ্যোতিরা

সিলেট: চা বাগানের সবুজ সমারোহে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর।

এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিলেটে এসে পৌঁছেছে টাইগ্রেসরা।  

এদিন সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় বাংলাদেশ দল। তারা এয়ারপোর্ট সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেলে উঠেছেন। এছাড়া আরো দু’টি দল দুপুরের আগে সিলেটে এসে পৌঁছায়। বিসিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
 
এছাড়া এদিন বিকেল পৌনে ৩টার দিকে শ্রীলঙ্কা নারী দল এসে নগরের রোজভিউ হোটেলে উঠেছে। আর পাকিস্তান নারী দল সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটে এসে উঠার কথা রয়েছে।  

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নারী ক্রিকেট দল সকাল সাড়ে ১১টায় এবং থাইল্যান্ড টিম বিকেল সাড়ে ৩টায় বিমানের ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার পর রোজভিউ হোটেলে উঠেছে। আগামীকাল বৃহস্পতিবার আসছে ভারতীয় নারী দল।
 
এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল গতকাল দেশে ফেরে। বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানোর মধুর স্মৃতি নিয়ে এশিয়া জয়ের মিশনে নামবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।
 
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টে ফাইনাল হবে ১৫ অক্টোবর।
 
এবারের আসরে স্বাগতিক বাংলাদেশের ছাড়া বাকি ৬টি দল হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

বাংলাদেশ সময়: ১৭০২ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এনইউ/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।