সিলেট থেকে: নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শুরুটা হয়েছিল দারুণ।
এ ম্যাচের পর দুদিনের বিরতি পেয়েছে বাংলাদেশ দল। প্রথম দিন হোটেলেই বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। সিলেট স্টেডিয়ামে এসে হেড কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন তিনি। সবাই উপলব্ধি করেছে, সামনে এগিয়ে যেতে হলে জিততে হবে বড় দলের বিপক্ষে।
ইমন বলেছেন, ‘সবাই ভালো অবস্থায় আছে। ওরাও উপলব্ধি করেছে, সামনে এগোতে পারফর্ম করার বিকল্প নেই। নতুন, অভিজ্ঞ সবাই জানে আমাদের কম্পিট করতে হবে এদের সঙ্গে। থাইল্যান্ড, মালয়েশিয়া, আরব আমিরাতের সঙ্গে জিতলে হবে না। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। ’
‘হারতো হারই, বড় হোক বা ছোট। এখন আমাদের প্রয়োজন হচ্ছে মোটিভেট করা, টিমকে রিদমে আনা। আমরা এই চেষ্টা করছি। গতকাল থেকে কাজ শুরু করেছি। সিনিয়রদের সঙ্গে আলাদা করে বসেছি। জুনিয়নদেরও রেসপন্সেবেলিটির কথা বলেছি। ’
পাকিস্তান ম্যাচ নিয়ে ইমন বলেছেন, ‘কালকের দিনটাই আমাদের খারাপ ছিল। কোনো অযুহাত না, আমাদের পুরো ব্যাটিং অর্ডারের আউটের ধরন দেখেন রং শট সিলেকশন ছিল। আমরা ভুল ক্রিকেট খেলেছি। ’
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমএইচবি/আরইউ