সিলেট থেকে: পৃথিবীর যেকোনো প্রান্তে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন রকমের আবহ। ম্যাচ জেতার জন্য সর্বস্ব নিংড়ে দেবেন কোচ-ক্রিকেটাররা, প্রত্যাশিত এমন কিছুই।
কিছুদিন পর বিশ্বকাপের ম্যাচ। এর আগে নিজের দলের তরুণদের সুযোগ দিতে চেয়েছিলেন বলে ভাষ্য তার। ওই পরীক্ষা চালাতে গিয়ে অবশ্য অলআউট হয়েছে ভারত। তবুও বারবার রমেশের কথায় পাওয়া গেল ‘তরুণদের সুযোগ দিতে গিয়ে হেরেছি’ সুর।
তিনি বলছিলেন, ‘আমরা নিয়মিত যাদের দিয়ে তাড়া করাই, তাদের নিয়ে চেষ্টা করিনি। তরুণ কেউ যেন দায়িত্ব নিতে পারে এটা চেয়েছি। কারণ এটা আমাদের চার নম্বর ম্যাচ। আমরা পূজা, রিচা, রাধা, হেমলতাদের সুযোগ দিতে চেয়েছি; তারা তরুণ খেলোয়াড়। তাদের এই ধরনের চাপের মধ্যে দিয়ে যাওয়া দরকার। ’
‘হারমান, জেমি, স্মৃতিরা অনেকদিন ধরেই এমন চাপ সামলে আসছে। আমাদের চিন্তা ছিল বাকিদের চাপটা অনুভব করতে দেওয়া। বিশ্বকাপের আগে এটা দরকার। আমরা এটা এশিয়া কাপে করছি কারণ হাতে খুব বেশি ম্যাচ নেই। ’
ভারত-পাকিস্তান ম্যাচে কি এমন ‘নতুন কিছু’ চেষ্টা করার সুযোগ আছে? জবাবে রমেশ বলেছেন, ‘আমার মনে হয় ছয়টা লিগ ম্যাচ এটা করার সুযোগ দিয়েছে আমাদের। যদি দুই গ্রুপ হতো, এক ম্যাচ করে খেলা থাকতো তাহলে এটা করতাম না। আমরা চাই সব কন্ডিশন ও চাপের জন্য দল তৈরি করতে। অবশ্যই জিততে চাই কিন্তু কিছু বিষয় খুঁজে বের করা দরকার। ’
রমেশের কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। তার কাছে প্রশ্ন, ভারত কোচ বলছেন ‘পরীক্ষা’ চালাতে গিয়ে হেরেছেন তারা। আপনাদের জয়ের কারণ কি তাহলে এটাই? পাকিস্তান অধিনায়ক অবশ্য একমত হলেন না।
তিনি বললেন, ‘আমার তেমন মনে হয় না। তাদের আসল ব্যাটিং লাইন-আপ খেলেছে, গভীরতাও ছিল ব্যাটিংয়ে। আমাদের দল অসাধারণ খেলেছে। গতকালকের ম্যাচের পর এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কৃতিত্বটা আমার দলের সবার। ’
বাংলাদেশ সময় : ১৭৫৯, অক্টোবর ৭, ২০২২
এমএইচবি