তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। প্রথম ওয়ানডেতে প্রোটিয়ারা ৯ রানে জিতে শুরু করলেও দ্বিতীয়টিতে ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ১ বলেই জয় নিশ্চিত করে ভারত।
দক্ষিণ আফ্রিকার কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। তাদের মধ্যে সর্বোচ্চ ৪২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। ২৭ বলে ১৫ রান করেন ওপেনার জানেমান মালান। মার্কো জানসেনের ব্যাট থেকে আসে ১৪ রান। ভারতের হয়ে ১৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। জোড়া উইকেট পান ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও শাহবাজ আহমেদ।
রান তাড়ায় খেলতে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি ভারতকে। শুরুতে ৮ রান করে শিখর ধাওয়ান বিদায় নিলেও শুভমান গিল দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। তবে এক রানের আক্ষেপ নিয়ে ৪৯ রানে বিদায় নিতে হয় তাকে। মাঝে ইশান কিশান ১০ রান করে বিদায় নিলেও বাকিটুকু সম্পন্ন করেন শ্রেয়াস আইয়ার। ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
আরইউ