ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তরুণদের মাদকমুক্ত রাখতে অন্যরকম উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, ডিসেম্বর ৯, ২০২২
তরুণদের মাদকমুক্ত রাখতে অন্যরকম উদ্যোগ

চট্টগ্রাম: তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধূলায় উদ্বুদ্ধ করতে কাতালগঞ্জ এলাকায় চালু করা হয়েছে  এসিএম টার্ফ ডিজিটাল মিনি খেলার মাঠ।  

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরের কাতালগঞ্জ এলাকায় এ খেলার মাঠের উদ্বোধন করা হয়।

 

মোহাম্মদ রাসেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আবুল হাসেম রাজা, কাতালগঞ্জ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. জসিম।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে আমরা যে হারে বাণিজ্যিক জীবনযাপনে অভ্যস্ত।

 আমাদের খালি জায়গা কমে আসছে। যার ফলে আগামী প্রজন্ম এক সময় খেলাধুলার প্রতি অনীহা প্রকাশ করবে। তাই আজকে যে এই এসিএম টার্ফ ডিজিটাল মিনি মাঠ এর উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানায়। যার কারণে আগামী প্রজন্ম খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।