ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দায়িত্বে অবহেলার দায়ে গেটম্যান বরখাস্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
দায়িত্বে অবহেলার দায়ে গেটম্যান বরখাস্ত  প্রতীকী ছবি

চট্টগ্রাম: দায়িত্বে অবহেলার দায়ে ষোলশহর দুই নম্বর রেলগেটের গেটম্যান বাবুল মিয়াকে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারিক ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে বাবুল মিয়াকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও নিজের দায়িত্ব পালন না করে অন্যজনকে দিয়ে কাজ করাচ্ছিলেন বাবুল।

এটি গুরুতর অপরাধ। তার বিরুদ্ধে ডিউটি না করার অভিযোগ পেয়েছিলাম। সরেজমিন গিয়ে তাকে ডিউটিতে পাইনি। এজন্য তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন গেটম্যান বাবুল। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন না করে বেতন নেওয়ার অভিযোগ করেছেন সহকর্মীরা। পরে সে অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।